রাঙ্গামাটি ২৯৯নং আসনে চুড়ান্ত ফলাফল ঘোষণা
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০১ ২০১৯, ১৪:৩৭
ইমাম হোসাইন কুতুবী
আজ মঙ্গলবার বেলা তিন টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ আওয়ামী লীগ সমর্থিত দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষনা করে আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট হাজী কামালের নিকট নির্বাচনের ফলাফল হস্তান্তর করেন।
এ সময় এডিসি জেনারেল এস এম শফি কামাল সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি ২৯৯ আসনে ২০৩টি কেন্দ্রের সর্বমোট ফলাফলে দীপংকর তালুকদার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ এক লক্ষ ৫৯ হাজার ২৮৯। তার নিকটতম প্রতিদ্বন্ধি জনসংহতি সমিতি জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার (সিংহ প্রতীক) নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৩৬ ভোট।
জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত মনিস্বপন দেওয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন, ৩১ হাজার ৪৩৭ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মোঃ জসিম উদ্দিন হাতপাখা প্রতিকে পেয়েছেন ১ হাজার ৫৫৮ ভোট।
জাতীয় পার্টি (এরশাদ) এমএকে পারভেজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৩ ভোট।
বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি মনোনীত জুঁই চাকমা কোঁদাল প্রতিকে পেয়েছেন ৪৯০ভোট।