রাঙ্গামাটি বায়তুশ শরফ মাদ্রাসার ২৮তম সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ০২ ২০১৮, ১১:০৯

ইমাম হোসাইন কুতুবী: রাঙ্গামাটি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন এর উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী( সাঃ) উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১লা ডিসেম্বর)রোজ শনিবার রাঙ্গমাটি বায়তুশ শরফ মাদ্রাসা মাঠ প্রঙ্গণে অনুষ্ঠিত ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বায়তুশ শরফ কেদ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম সাহেব। মাহফিলে আলোচনা পেশা করেন জনাব মাও. জিয়াউল হক্ব আনসারি,জনাব মাও লুকমান হাকিম, মাও আবুল কাসেম,জনাব মাও নুরুল আলম, মাও,আমিনুর রশিদ সহ প্রমুখ।
মাহফিলে রাঙ্গামাটি বায়তুশ শরফ মাদরাসার ৭৫ জন কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
সুন্দর ও সফল ভাবে মাহফিল সম্পন্ন করায় রাঙ্গামাটি বায়তুশ শরফের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল আরেফিন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞত ও ধন্যবাদ জানায়।