রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধস; নিহত ২ আহত ৭

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৮ ২০১৯, ১৭:২৭

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় পাহাড় ধসে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। সোমবার বেলা ১টার দিকে চন্দ্রঘোনা ইউপির কলাবাগান এলাকার মালি কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উজ্জল মল্লিক (৩) ও তাহমিনা আক্তার (২৫)।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপজেলা চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, কাপ্তাইয়ের অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।