রাঙ্গামাটিতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৫ ২০১৯, ২১:৪৩
ইমাম হোসাইন কুতুবী
রাঙ্গামাটি মডেল কেজি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (ইংরেজী) মুহাম্মদ হাফেজ আতাউর রহমানকে গত মঙ্গলবার ক্লাস চলাকালীন সময়ে ক্লাসে ঢুকে বখাটে কর্তৃক মারধর ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে আজ ৫ আগষ্ট সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবে সামনে এলাকাবাসী, ছাত্রছাত্রীদের অভিভাবক, ও শিক্ষক ও রাঙ্গামাটি মডেল কেজি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনন্ধনে বক্তগণ জানান শিক্ষক আতাউর রহমানকে বখাটেরা ক্লাসে ঢুকে চোখ সহ সারা শরীরে জখম করে এবং কাপড় চোপড় ছিঁড়ে লাঞ্ছিত করা হয়।
আহত শিক্ষক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বখাট জীবন ও পরাণের নেতৃত্বে হামলাকারীরা এখনও বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে, এবং উল্টা শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করে তাদেরকে হয়রানী করা হচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে শিক্ষক আতাউর রহমানের উপর হামলাকারীদের শাস্তি দাবী করা হয়।



