রাঙ্গামাটিতে বিভিন্ন ক্লাবে পুলিশের ক্যাসিনো অভিযান
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২১ ২০১৯, ১৪:৩১
রাঙ্গামাটি প্রতিনিধি:
২০ সেপ্টেম্বর ১৯(শুক্রবার) রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর কবীর, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়ান্দা সংস্থার তথ্য মতে যেসমস্ত ক্লাবগুলোতে অবৈধ কার্যকলাপ পরিচালিত হয় সেসমস্ত ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ ছুফি উল্লাহ’র প্রত্যক্ষ তত্বাবধানে রাঙ্গামাটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একযোগে সবক্লাবে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্লাবগুলোতে অবৈধ কার্যকলাপরতদের অনেকেই দৌড়ে, কেউ কাপ্তাই লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জুয়া ও মদ্যপানরত অবস্থায় আটক ১২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয় এবং বিভিন্ন প্রকার দেশীয় ও বিদেশী মদ, জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে ব্রাদার্স ক্লাবে অর্থ দন্ডে দন্ডিতরা হলেন: সুদত্ত চাকমা, রাখাল দাশ, সেকান্দর আলী, চন্দন দে, জমির, মনিময় দেওয়ান, রাজেশ চাকমা, পূরনজয় চাকমা, সূর্যদেব চাকমা, জুনু চাকমা, পিংকু চাকমা। দন্ডিতদের মধ্যে ছুটিতে রাঙামাটিতে এসে জুয়ার আসরে বসা এক কাষ্টমস ইন্সপেক্টর জুনু চাকমা নামও ছিলো। অন্যদিকে রাইজিং স্টার ক্লাবে অর্থদন্ডে দন্ডিত করা হয় প্রভাকর বড়ুয়া নামের একজনকে।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়ান্দা শাখার অফিসার ইনচার্জ জনাব হুমায়ুন কবীর সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।