রাঙ্গামাটিতে প্রসূতির চিকিৎসার ব্যবস্থা করে দিল সেনাসদস্যরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৫ ২০২০, ০০:১১

রাঙ্গামাটি প্রতিনিধি: আজ বুধবার (২৪ জুন ২০২০) বিকেলে রাঙামাটির জুরাছড়ি উপজেলার শেকলাছড়ি এলাকার উপজাতি মহিলা আল্পনা চাকমার আজ প্রসব বেদনা ও ব্লিডিং হতে হতে শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের লোকজন পঙ্খী নৌকাতে করে বন্দুকছড়ি সেনা ক্যাম্পে নিয়ে আসে। বন্দুকছড়ি ক্যাম্পের আরএমও ক্যাপ্টেন সায়েম রোগীকে দেখেন। রোগীর অবস্থা খারাপ দেখে রাঙামাটিতে নিয়ে যেতে বলেন। তৎক্ষণাত বন্দুকছড়ি ক্যাম্পের স্পিড বোটে করে প্রসূতিকে রাঙামাটি শহরে নিয়ে আসা হয়।

রাঙামাটি রিজিয়নের সাথে যোগাযোগ করে সিএমএইচ থেকে এম্বুলেন্স এনে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

আল্পনা চাকমাকে আনা ও হাসপাতালে ভর্তি করানো সহ সকল কিছু সেনা সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সহিত করেন দেখে আল্পনা চাকমার স্বামী শুনীল চাকমা সেনাবাহিনীর এই সহযোগীতা পেয়ে অত্যান্ত খুশী হন।

তিনি বলেন, আজ আমার স্ত্রীকে দ্রুত হাসপাতালে আনতে না পারলে হয়তো আমার স্ত্রী মারা যেতো। তাই সেনাবাহিনীর এই সহযোগীতার কারণে আমার স্ত্রী এখন চিকিৎসা পাচ্ছে। শুনীল চাকমা বলেন আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।