রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুই অটোরিকশা যাত্রী নিহত
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৩ ২০১৯, ১৭:৪২

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে অজয় বড়ুয়া ও সুজয় মং মারমা নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সিএনজি টেক্সী যোগে যাওয়ার সময় পাহাড় ধসে পড়লে তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজয় বড়ুয়া ও সুজয় মং রাউজান থেকে নিজেদের বাগান দেখতে রাঙ্গামাটি যাচ্ছিলেন।পথিমধ্যে রাইখালী-বাঙ্গালহালিয়া-বান্দরবান প্রধান সড়কে তাদের বহনকারী সিএনজি টেক্সীর ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস গেছে। উদ্ধার অভিযান চলছে।