রাঙামাটি ২৯৯ নং আসনে প্রত্যাহার ৪,প্রতিদ্বন্দিতায় ৬!
একুশে জার্নাল
ডিসেম্বর ০৯ ২০১৮, ১৩:৫৯
ইমাম হোসাইন কুতুবী
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার আবেদন দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন বিএনপির অতিরিক্ত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান, (স্বতন্ত্র প্রার্থী) শান্তিদেব চাকমা, (স্বতন্ত্র প্রার্থী) শরৎ জ্যোতি চাকমা, এবং সচিব চাকমা (স্বতন্ত্র প্রার্থী)।
বর্তমানে ৬ জন প্রার্থী রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী এ্যাডভোকেট পারভেজ তালুকদার,বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত জুঁই চাকমা।