রাঙামাটি ২৯৯ নং আসনে নৌকার প্রার্থী দিপংকর তালুকদারের মনোনয়নপত্র সংগ্রহ,
একুশে জার্নাল
নভেম্বর ২০ ২০১৮, ০৬:২০
আসন্ন জাতীয় একাদ্বশ সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নং আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী দিপংকর তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,
১৯ নভেম্বর সকাল ১১টায় জেলা সার্ভার ষ্টেশন এ নির্বাচন অফিসার লুৎফুর শেখ শেখ জেলা সহ সভাপতি চিংকিউ রোয়াজা,রুহুল আমিন, নিকিল কুমার চাকমা,সাধারণ সম্পাদক মুছা মতব্বর সহ জেলা নেতৃবৃন্দ,
এ সময় নেতারা গতবার পাহাড়ে হুমকি ধামকি দিয়ে ভোট নিয়েছেন এবার আর তা হতে দেয়া হবে না। এবার রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ অনেক গোছানো আর ঐক্যবদ্ধ। জনগনকে সাথে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দীপংকর তালুকদারকে বিজয় আমরা করবই।
বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা। সর্বশেষ তথ্যানুযায়ী জেলাটিতে বর্তমানে ভোটার রয়েছে ৪লাখ ১৭হাজার ৩৫৮জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২লাখ দুই হাজার ৯৯জন ও মহিলা ভোটার রয়েছেন ১লাখ ৯৭হাজার ২৬০জন।