রাঙামাটি আসনে জাপার প্রার্থী পারভেজ তালুকদার এর সাংবাদিক সম্মেলন
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৯ ২০১৮, ০৪:০৯
ইমাম হোসাইন কুতুবী: রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের নির্বাচন থেকে নিজেকে সড়ে দাড়িয়ে নৌকার প্রার্থীকে লাঙ্গল প্রতীকের প্রার্থী কর্তৃক সমর্থন জানানোর গুজবকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট পারভেজ তালুকদার।
আজ(২৮ ডিসেম্বর) শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে তুলে ধরে বলেন, একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে যে, আমি নাকি আগামী ৩০শে ডিসেম্বর এর একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়েছি। এটা শুধুমাত্র গুজব মন্তব্য, এই ধরনের ডাহা মিথ্যা ও বানোয়াট গুজব ছড়ানো কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাঙামাটিতে প্রতিদ্বন্ধিতাকারী লাঙ্গল প্রতীকের প্রার্থী তরুন আইনজীবি এ্যাডভোকেট পারভেজ তালুকদার
তিনি আরো বলেন গুজবকারীদের ধরিয়ে দিতে পারলে বিশ হাজার টাকা পুরুস্কার প্রদান করবো ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা সমীরণ বড়ুয়া, জ্যোতি বিকাশ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা মহতী চাকমা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলামসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।