রাঙামাটিতে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন
একুশে জার্নাল
ডিসেম্বর ২২ ২০১৮, ১১:৫৪
ইমাম হোসাইন কুতুবী
আজ (২২ডিসেম্বর)শনিবার সকালে রাঙামাটি শহরের শান্তিনগর অবস্থিত স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এ অর্ধশত শীতার্ত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখা।
এসময় উপস্থিত ছিলেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলার ভারপাপ্ত সভাপতি মুহাঃ রমজান আলী,সেক্রেটারী আহমেদ ইসতিয়াক আজাদ,অর্থ সম্পাদক আলা উদ্দিন,প্রচার সম্পাদক হাফেজ ইমাম হোসাইন কুতুবী, সদস্য আরিফুল ইসলাম,ইমন হোসেন, ও স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এর শিক্ষকা সনিয়া আক্তার।
এ সময় সভাপতির বক্তব্যে রমজান আলী বলেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন একটি যুব উন্নয়ণমূলক ও সেচ্ছাসেবী সংগঠন,আমরা সারা দেশে গরিব অসহায়দের কে সহযোগীতা করে আসছি,
তিনি উপস্থিত সবাইকে মানবতার কাজে এগিয়ে আসার আহবান জানান।