রাঙামাটিতে রমজান মাসব্যাপি সা্হরী,ইফতার,কাঁচাবাজার ও মাংস বিতরণ করলেন টিম স্বপ্নবুনন
একুশে জার্নাল
মে ২৬ ২০১৯, ১৮:১৫
ক্ষুধা রেখে সা্হরী নয় সা্হরী হোক তৃপ্তিময়, এই স্লোগানে পহেলা রমজান দুয়ারে দুয়ারে গিয়ে ১ম পর্বে সা্হরী ও একমাসের বাজার সামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন “স্বপ্নবুনন-Dream Deviser” এর রমজান মাসব্যাপি বিতরণ প্রোগ্রাম। এরপর ২য় পর্বে রাঙামটি পার্বত্য জেলার, সদর উপজেলা সহ কাউখালী, বরকল ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।এরপর শুরু হয় তাদের নান্দনিক ৩য় পর্ব কাঁচা বাজার ও মাংস বিতরণ ।
মাসব্যাপি এসব প্রজেক্ট সমূহ পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না।এসকল প্রজেক্টের কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন সংগঠনটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আলা উদ্দিন ও নাজিমুল ইসলাম সেতু।উক্ত প্রজেক্টসমূহে নিরলসভাবে কাজ করেন সংগঠনের সদস্য মোঃ নাহিম উদ্দিন আশিক,আলী আশ্রাফ আতিক, হাফেজ ইমাম হোসাইন কুতুবী, এইচ এম আসিফ তালুকদার, রবিউল ও জাকারিয়া পলাশ ।কাউখালি উপজেলায় বিতরণের দায়িত্বে ছিলেন এনাম আহাম্মেদ খান,শাহরিয়ার ইমন রাসেল, আাকিব জাবেদ ও মেহেদী হাসান।বরকল উপজেলায় ছিলেন রাজিব হোসেন।বিলাইছড়ি উপজেলায় ছিলেন মেহেদী হাসান।
প্রজেক্ট পরিচালক বলেন,সমাজের সকল ধনবান ব্যাক্তিরা এগিয়ে আসেন ভবিষ্যতে এমন প্রজেক্ট আরো বৃহৎ আকারে করা সম্ভব। তিনি আরো বলেন বৃত্তবানরা সকলে এগিয়ে আসলে আসন্ন ঈদে এতিম ও দুঃস্থদের জন্য ঈদ বস্ত্র ও ঈদ বাজার সামগ্রী প্রদান করা হবে এবং যাকাত প্রদান করতে ইচ্ছুকরা যাকাত প্রদান করলে চলমান যাকাত সংগ্রহ ফান্ড এর উপর নির্ভর করে সনির্ভর প্রজেক্টের আওতায় ঈদ উপহার হিসেবে একটি পরিবারকে সম্পুর্ণ সাবলম্বী করে তোলার আশ্বাস প্রদান করেন।যাকাত প্রদান করতে ইচ্ছুকদের “স্বপ্নবুনন-Dream Deviser” এর অফিসিয়াল নাম্বার 01784 566 655 এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।এসময়ে তিনি এই প্রজেক্ট সমূহ পরিচালনায় যারা আর্থিক ও শারীরিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করেন।