রাঙামাটিতে পার্বত্য অধিকার ফোরামের স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৬ ২০১৯, ১৩:১৫

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা আজ সকালে কলেজ শাখার নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি সরকারী কলেজে অবস্থিত শহীদ মিনারে।
উপস্থিত ছিলেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সহ- সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, পার্বত্য অধিকার ফোরামের ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক মোঃ নাজিম আল হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ নূর আলম, মোঃ ইমন, মোঃ আবছার, কলেজ শাখার সভাপতি মোঃ মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাকি বিল্লাহ্ সহ কলেজ শাখার নেতৃবৃন্দ গণ।