রাঙামাটিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছে জেলা ছাত্রদল
একুশে জার্নাল
ডিসেম্বর ১৫ ২০১৮, ১৪:৫৯
রাঙামাটি শহরের ছাত্রদল নেতা মোঃ জুবায়েদ পারভেজ ১নং ওর্য়াড , মুক্তার আহম্মেদ ২নং ওর্য়াড এর উপর আজ দুপুর ১.০০ ঘঠিকায় হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা।
রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ হতে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া রাঙামাটিতে ধানের শীষের পোষ্টার বিভিন্ন ওর্য়াডে ছাত্রদলের নেতাকর্মীরা লাগিয়েছে, সেসব পোষ্টারও বিশেষ করে ২নং ওর্য়াড, ৪নং ওর্য়াড, ৬নং ওর্য়াড,৭নং ওর্য়াডের লাগানো পোষ্টার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রাতের আধারে কেটে দিচ্ছে ও ছিড়ে ফেলছে।
এই হামলা মামলা করে ও পোষ্টার ছিড়ে আসন্ন পতন ঠেকানো জাবেনা, ছাত্রদল প্রতিহিংসার রাজনীতি করে না, তারপরও ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে কেন?
মুক্তিকামী জনগনই এসব অন্যায় অত্যাচার অবিচারের জবাব ৩০ তারিখ দিবে।