রাঙামাটিতে ইসলামী আন্দোলন মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ১৬ ২০১৮, ১৬:২৩
ইমাম হোসাইন কুতুবী: আজ ১৬ ডিসেম্বর রোজ রবিবার সন্ধায় জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জনাব এনামুল হক মৃধা,ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মুহাঃ নুর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাঃ নাসির হোসেন, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাঃ ইসমাঈল হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম,ইশা সাধারণ সম্পাদক ওমর ফারুক,ইমাম হোসেন, সহ অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব জসিম উদ্দীন বলেন স্বাধীনতার ৪৭ বছর পার হলেও মানুষ এখনো স্বাধীনতার স্বাদ পাইনি, বারবার ক্ষমতার বদল হয়েছে গণ মানুষের ভাগ্য বদল হয়নি,তাই আগামীতে সূখি শান্তিময় বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন,