রাউজানে ইসলামী নবজাগরণ ও গহিরা সম্মেলন সংস্থার তাফসীর মাহফিল শুরু
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১৭ ২০২০, ১২:২৯
হাবীব আনওয়ার
রাউজান ইসলামী নবজাগরণ সংগঠন ও গহিরা সম্মেলন সংস্থার উদ্যোগে দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল আজ (১৭/০১/২০২০ইং)সকাল ১০টা থেকে মাও. মুফতি ওমর ফারুক সাহেবের উদ্বোধনী বয়ান ও মাও হারুনের সঞ্চালনার মাধ্যমে শুরু হয়েছে।
উক্ত তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে গহিরা হাই ইশকুল ময়দানে টাঙানো হয়েছে বিশাল সামিয়ানা।আসতে শুরু করেছেন তাওহীদ-প্রিয় জনগণ।
মাহফিলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ৩’শ উর্ধ্ব স্বেচ্ছাসেবক কাজ করছে।
উদ্বোধনী বক্তব্যে মুফতি ওমর ফারুক বলেন,সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড।সু-শিক্ষা ছাড়া জাতি অচল।সু-শিক্ষাই পারে মানুষকে জ্ঞানী বানাতে।
তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল ইসলাম অাল্লামা শাহ অাহমদ শফী, মাওলানা ফরীদ উদ্দীন অাল মোবারক, মাওলানা নজরুল ইসলাম কাসেমীসহ দেশবরেণ্য অালোচকবৃন্দ।