রমনা বটমূলে বোমা হামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলাম গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৪ ২০২২, ২২:০৭

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুফতী শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। এ হামলার মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তিনি। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। আজ তাকে গ্রেফতার করা হয়েছে।