রমজানে দ্রবমূল্য নিয়ন্ত্রণে রাখবো; বাণিজ্যমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৭ ২০২০, ১৮:১৩
রমজান মাসে ৫০ হাজার টন তেল মজুত রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমাদের পক্ষ থেকে সিরিয়াসলি স্টেপস নিয়েছি। প্রতিবছর তেলের স্টক রাখা হয় তিন হাজার মেট্রিক টন। এবার আমরা ৫০ হাজার টন তেল মজুত রাখার টার্গেট নিয়েছি। এছাড়াও প্রতিটি আইটেমে পাঁচ থেকে ছয় গুণ বেশি মজুদ রাখার ব্যবস্থা করেছি। আশা করছি, শক্ত হাতে এবার আমরা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবো। গত বছরও রমাজন মাসে কোনো সমস্যা হয়নি। এবার আমরা সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। যাতে মানুষ সাশ্রয়ীদামে রমজানে নিত্যপণ্য ক্রয় করতে পারে।
আজ রোববার সকালে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঢাকায় বাণিজ্য মেলার নামে দোকানদারি হচ্ছে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারেক্টর কমে গেছে। এ বছরই ওই স্থানে মেলার শেষ বছর। আগামী বছর নিজস্ব ভবনে এই মেলা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রূপ ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে।