রমজানের আত্মসংযম শিক্ষা কাজে লাগিয়ে আদর্শ সমাজ বিনির্মান করতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান৷

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৬ ২০১৯, ২২:০৮

একুশে জার্নালঃ

আজ ১৬ই মে, ১০ই রমযান বৃহস্পতিবার পুরাতন ঢকার বংশাল ওয়ান স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে, সর্বস্তরের ছাত্রদের প্রতিনিধিত্বকারী ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। “আদর্শ সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মহবুবুর রহমান উপরিউক্ত কথাগুলো বলেন৷ তিনি আরো বলেন আজ ক্যাম্পাস সমুহে ছাত্র শিক্ষক সবার মাঝে অনৈতিকতা চর্চার প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশে একের পর এক ধর্ষণ, খুন, ইভটিজিং এর মত অশ্লীলতার সয়লাব বেড়েই চলছে। আমরা এমন একটি কলুষিত সমাজে বেশিদিন বসবাস করতে পারি না। তাই সকলকে পবিত্র মাহে রমজানের আত্মসংযম শিক্ষা নিয়ে আদর্শ সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান তিনি৷
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা মুস্তাকিম বিল্লাহ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিজেকে আদর্শবান একজন ছাত্র হিসাবে গঠন করতে হলে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই৷ তিনি শিক্ষার্থীদের ইশা ছাত্র আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান৷

নগর সভাপতি মুহাম্মদ আল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিশিষ্ট গণমাধ্যম ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম আকন। নগর দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক এম জামিলুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন খন্দকার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম নাইম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্র, মহানগর ও থানা নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ এবং অন্যান্য অতিথিবৃন্দ।