রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৭ ২০২০, ১৭:৪৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে তারা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করেছে। দাবির মধ্যে রয়েছে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। জনবল ও খাবার সমস্যার সমাধান। ইন্টার্ন মেয়েদের নিরাপত্তা প্রদান.রংপুর মহানগর এলাকার ইন্টার্ন চিকিৎসকদের যাতায়াত সমস্যার সমাধান।এি ব্যাপারে তারা স্মারকলিপি প্রদান করেছে।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ ৫ এপ্রিল তাদেরকে ব্যক্তিগত সুরক্ষার জন্য রেইনকোট দেওয়া হয়েছিল। যা দিয়ে কোন ভাবেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই। এছাড়া গ্লোভস মাস্ক ও হ্যান্ডস্যানিটিজার প্রয়োজনের তুলনায় কম দেওয়া হয়।পরে তারা ওয়ালটনের কাছ থেকে ১শ পিস পিপিই সংগ্রহ করে ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা করে।

একাধিক বার ব্যবহারের ফলে সেগুলো নষ্ট হয়ে যায়।এ অবস্থায় তারা কর্মবিরতি শুরু করে। এছাড়া ১৩৩ জন ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ৬৩ জন কাজ করে আসছিলো। ফলে তাদের উপর কাজের চাপ অসহনীয় হয়ে উঠেছে।