রংপুরে ২৫ কেজি গাজা উদ্ধার; আটক ২
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৩ ২০২০, ১৬:৪৫

এম আর এইচ সুমন, রংপুর প্রতিনিধি; রংপুরে র্যাবের অভিযানে বাঁশ বোঝাই ট্রাক থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর সাতমাথা মোড়ে র্যাব অভিযান পরিচালনা করে বাঁশ বোঝাই একটি কার্গো ট্রাক আটক করে। এ সময় ট্রাক থেকে ২৫ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গাইবান্ধা গোবিন্দগঞ্জের নাসিরাবাদের মোঃ নাজিমুদ্দিনের ছেলে রানা বাবু (৩৪) ও হিলালীপাড়া গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে শহিদুল ইসলামকে (৩২) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য। তারা উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে কৌশলে পণ্য বোঝাইকৃত ট্রাকে করে মাদকের বড় চালান এনে জেলা ও উপজেলায় পাইকারী সরবরাহ করে।