রংপুরে মৎস সপ্তাহ উপলক্ষে মাছ চাষ ও বৃক্ষ রোপন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৩ ২০২০, ১৯:১৬

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংঋকপুরে সলেয়া শাহ্ বাজারের ক্যানেলে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতির উদ্যোগে পোনামাছ ছেড়ে দেয়া হয়।

দুপুরে রংপুর সদর উপজেলার সলেয়া শাহ্ বাজারের রংপুর সেচ খালে রংপুর ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতির উদ্যোগে মাছের পোনা ছেড়ে দেয়া হয়।

রংপুর সদর উপজেলা তিস্তা সেচ প্রকল্পের আওতায় রংপুর সেচ খালের রাজিব রেগুলেটর বোর্ড থেকে ভিন্নজগত ময়নাকুড়ি সুইচ গেট পর্যন্ত প্রায় ২০ কি.মি. লিজ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতি রংপুর শাখা।

রংপুর সদর উপজেলার ৩নং চন্দনপাঠ ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী মৎস জীবি লীগ এর সভাপতি মোঃ আমিনুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সভাপতি মোঃ ওবায়দুল হক ও স্থানীয় সমন্বয়ক মোঃ মাসুদ রানা সহ এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে বিভিন্ন প্রকার মাছের পোনা ছেড়ে দেয়।

বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক বলেন- আমাদের এই উদ্যোগে এলাকার হত দরিদ্র মৎসজীবিদের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর সহ দেশের অর্থনৈতিক বৃদ্ধি করতে সক্ষম হবে।

ক্যনেলের দু ধারে প্রায় ১ হাজার পেঁপে গাছ রোপন করেন এবং স্থানীয় এলাকাবাসীদের গাছ দিয়ে গাছ রোপন করায় উৎসাহিত করেন রংপুর সদর উপজেলার ৩নং চন্দনপাঠ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান।