রংপুরে দ্রুতগামী বাস উল্টে হেল্পার নিহত, আহত ৬ জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৬ ২০২০, ১৪:০৮

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার পাগলাপীরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেলে এর হেলপার নিহত এবং ৬ জন যাত্রী আহত হয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসান নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৬৯) রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের বকুল তলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার নিহত হন। তার নাম এখনো পাওয়া যায়নি। আহত হন আরো ৬ জন।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশে হতাহতদের উদ্ধার করে। এছাড়া ক্রেন দিয়ে বাসটি সরিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে পুলিশ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয় বলে জানা গেছে।