রংপুরের গঙ্গাচড়ায় আরো ৪ জনের করোনা শনাক্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৮ ২০২০, ১৮:০৫

আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সোনালী ব্যাংক কর্মকর্তা, পুলিশ কনস্টেবল, চা ব্যবসায়ীসহ একজন সাধারণ ব্যক্তি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে গঙ্গাচড়ায় মোট করোনা শনাক্তের সংখ্যা হলো ১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ জন। নতুন ৪ জনসহ বাকি ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে। বগুড়া সোনালী ব্যাংকে কর্মরত মাহফুজার রহমান (সুমন) কর্মস্থলে জ্বরে অসুস্থ হলে গঙ্গাচড়া মধ্যপাড়া বাসায় ফিরে এসে নমুনা পরীক্ষা করান। এছাড়া রংপুর সদরের মিজানুর রহমান তার আত্মীয়ের মাধ্যমে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। সাজু মিয়া গঙ্গাচড়া বাজারের চা ব্যবসায়ী এবং পুলিশ কনস্টেবল নুরন্নবী গঙ্গাচড়া মডেল থানা কর্মরত। তারা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসিফ ফেরদৌস এ সত্যতা স্বীকার করে বলেন, গত ৬ জুন নমুনা নিয়ে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। পরীক্ষা এসে তাদের দেহে পজিটিভ ভাইরাস পাওয়া যায়।