যৌতুকের বলি হলেন মুন্সিগঞ্জের বৃষ্টি
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৩ ২০২০, ০০:০৭
বিশেষ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানের রসুনিয়া গ্রামে বৃষ্টি(২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(৩১আগস্ট) সকালে স্থানীয় তাজল শেখের বাড়ি থেকে তার পুত্রবধুর লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী রুবেল শেখ তাজল শেখের পুত্র।
নিহতের পারিবারের বরাতে পুলিশ জানায়, গত প্রায় ৬ মাস আগে বিয়ে হয় রুবেল এবং বৃষ্টির। বিয়ের পর থেকে স্বামী রুবেল শেখ ও তার পরিবার বৃষ্টি ও বৃষ্টির পরিবারকে বিভিন্ন কায়দায় যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলো। এর ফলে গত বেশ কিছুদিন যাবৎ রুবেল ও বৃষ্টির দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিলো। নিহত বৃষ্টি মাঝে মাঝে তার পরিবারকে জানাতো, যৌতুকের টাকার জন্য রুবেল ও তার পরিবার নাকি প্রায়ই তাকে শারিরীকভাবে নির্যাতন করত।
এদিকে এ ঘটনাকে ‘হত্যা’ বলছেন নিহতের পরিবার। এবিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত বৃষ্টির বাবা আমজাদ হোসেন।
এবিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ঘটনার দিন নিহতের স্বামী রুবেল ভোর ৬টায় মাছ ধরতে যায়। এদিকে নিহতের শাশুড়ি পুত্রবধু বৃষ্টিকে জাগাতে এসে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ দেখতে পান। খবর পেয়ে আমরা এসে সেটি উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে আমরা ঘটনার মোটিভ কি তা জানতে পারবো। সন্দেহজনক কোন মোটিভ পেলে আমরা অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনা করবো।
অন্যদিকে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিকভাবে ঘটনা সুরাহা করতে আগামী ২-৩ দিনের মধ্যে একটি পারিবারিক বৈঠকে দুই পরিবার বসতে যাচ্ছে।