যে কোনো পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে —জননেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৮ ২০১৮, ০৬:৫৪

যে কোনো পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে
—জননেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদ

সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সহ-সভাপতি জননেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ  হতে হবে। সামনে কঠিন সময় আসছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না থাকলে এর চড়া মাসুল দিতে হবে। সরকার ফের নীলনক্সার নির্বাচনের পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডবাসী, কাদিপুর বাজারে ও মুসলিমগঞ্জ বাজারে বিভিন্ন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অবিলম্বে দেশমাতাকে মুক্তি দিয়ে সুষ্ট নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান। উন্নয়ন বিষয়ে মাওলানা রশীদ বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী উন্নয়ন বঞ্চনার শিকার। এখানে সঠিক প্রতিনিধিত্ব করার লোক নেই। তাই আগামী সংসদ নির্বাচনে সঠিক প্রতিনিধি বিজয়ী করারও আহবান জানান। শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসন আলীর সভাপতিত্বে ও বিলাল হুসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, জেলা ওলামা দলের সহ সভাপতি শফি আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হাজী জামাল আহমদ, জেলা ছাত্রদল নেতা উজ্জল আহমদ অভি, বাদেপাশা ইউপি ছাত্রদল সভাপতি রশীদ অাহমদ মুন্না, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুমন আহমদ শরীফ, ইকবাল আহমদ, হাফিজ উদ্দিন, খলিল আহমদ প্রমুখ।