যেভাবে ভর্তি হবেন সিলেটের জামেয়া রেঙ্গায়
একুশে জার্নাল ডটকম
জুন ০২ ২০১৯, ১৮:২৫

সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসায় ভর্তির ব্যাপারে আগ্রহী ছাত্রদেরকে নিম্নের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরী।
জামেয়া খোলা: ১১ শাওয়াল/ ১৫ জুন, শনিবার।
কিতাব বিভাগে পুরাতন ছাত্রদের ১৫ জুন, শনিবার থেকে ১৯ জুন বুধবার পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
হিফজ বিভাগে পুরাতন ছাত্রদের ১৫ জুন থেকে ১৭ জুন, সোমবার পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
নতুন ছাত্র ভর্তির নিয়মাবলিঃ-
১ মুতাওয়াসসিতাহ ৩য় বর্ষ ( নাহুমীর) থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত এবং হিফজ বিভাগের নতুন ভর্তিচ্ছুক ছাত্রগণকে প্রথমে দফতরে তালীমাত থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
২ কিতাব বিভাগে ১৪ জুন থেকে ১৯ জুন, এবং হিফজ বিভাগে ১৪ জুন থেকে ১৭ জুন, সকাল ১০টা পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা যাবে।
৩ আবেদন পত্র পুরণ করে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জন্ম নিবন্ধন কার্ড অথবা আইডি কার্ডের ফটো কপি সহ দফতরে তালীমাতে জমা দিতে হবে।
৪ ইবতেদায়ী ও মুতাওয়াসসিতাহ ২য় বর্ষ ( সরফ) -এর ছাত্ররা খোলার তারিখ থেকে ১৯ জুন, বুধবার পর্যন্ত মৌখিক পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে।
৫ মুতাওয়াসসিতাহ ৩য় থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত ছাত্ররা ১৯ জুন, বুধবার, সকাল ১১টায় লিখিত পরীক্ষা, এবং ঐ দিন বাদ যুহর মৌখিক পরীক্ষা দিতে হবে।
৬ হিফজের ছাত্ররা ১৭ জুন সোমবার এক দিনেই মৌখিক পরীক্ষা দিতে হবে।
৭ কিতাব বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০ জুন বৃহস্পতিবার থেকে ২৩ জুন রবিবার পর্যন্ত ভর্তি ফরম পুরণ করে ভর্তি হতে পারবে।
৮ হিফজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষার পরের দিন থেকে ১৯ জুন বুধবার পর্যন্ত ভর্তি ফরম পুরণ করে ভর্তি হতে পারবে।
ভর্তি পরীক্ষার বিষয় সমুহঃ-
১ দাওরাঃ মিশকাত শরীফ ( লিখিত) এবং হেদায়া রাবে ( মৌখিক)
২ মিশকাতঃ জালালাইন শরীফ ( লিখিত) এবং হেদায়া সালিস ( মৌখিক)
৩ জালালাইনঃ মুখতাসারুল মাআনী ( লিখিত) এবং হেদায়া সানী ( মৌখিক)
৪ মুখতাসারঃ শহরে জামী/ শরহে ইবনে আকিল( লিখিত) এবং হেদায়া আউয়াল ( মৌখিক)
৫ শরহে জামীঃ কাফিয়া/ আল কাওয়ায়িদুল আসাসিয়্যাহ ( লিখিত) এবং ক্বুদূরী ( মৌখিক)
৬ কাফিয়াঃ হেদায়াতুননাহু ( লিখিত)
এবং নুরুল ঈযাহ (মৌখিক)
৭ হেদায়াতুন নাহুঃ নাহুমীর/ দূরূসুন নাহু ( লিখিত) এবং রওযাতুল আদব / আল ইরশাদ ( মৌখিক)
৮ নাহুমীরঃ দূরূসুততাসরীফ অথবা ইলমুসসরফ(লিখিত)
এবং এসো আরবী শিখি/ আল ইরশাদ ( মৌখিক)
অতপর ২০ শাওয়াল / ২৪ জুন, সোমবার, নতুন শিক্ষাবর্ষের সবক শুরু হবে ইনশাআল্লাহ।
আগ্রহী তালিবুল ইলমদেরকে এখন থেকে সচেষ্ট হওয়ার আহ্বান করা যাচ্ছে। আল্লাহ পাক যেনো সবাইকে কামিয়াব করেন।