যুবসমাজকে মাদক থেকে ফেরাতে হলে সামাজিক সংগঠনের বিকল্প নেই
একুশে জার্নাল ডটকম
জুন ১৫ ২০১৯, ১৬:০৮

একুশে জার্নাল ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাটে আমির আলী শাহ স্টার একতা সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার (১৪ জুন) বিকালে নাজিরহাট বাজারের প্রাণকেন্দ্রে এক ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংগঠনের উদ্বোধন ঘটে।
পৌর আ’লীগ নেতা শফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান। নাজিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আ’লীগ নেতা এনামুল হক বাবুল, নাজিরহাটের প্যানেল মেয়র মোহাম্মদ আলী, যুবলীগ নেতা কেএম জাহেদুল আলম, তৌহিদুল আলম, মু. হারুনর রশিদ, ছাত্রলীগ নেতা মাসুম, ‘লিমন, ইউসুফ ইমতিয়াজ জিসান প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আলা উদ্দীন, সহ-সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক আজম, সহ সা. সম্পাদক জামিল, ক্রীডা সম্পাদক মোজাম্মেল হোসাইন অভি, অর্থ সম্পাদক তারেক, সহ অর্থ সম্পাদক হাসানসহ অন্যান্যরা।
এতে বক্তারা বলেন, ‘যুবসমাজকে মাদক থেকে ফেরাতে হলে সামাজিক সংগঠনের বিকল্প নেই। এমন সংগঠন যত বেশি হবে, ততোই বিপথগামী যুবসমাজ আলোর পথে ফিরে আসবে।