যুবলীগ করে মাতব্বরি করা যাবে না ; ওমর ফারুক
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২০ ২০১৯, ১৮:৩৩
যুবলীগে ঢুকে মাতব্বরি করার দিন শেষ বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এটা শেখ হাসিনার সরকার। বিএনপি বা খালেদার সরকার নয়। এখানে আইনের শাসন চলে। যুবলীগ করে মাতব্বরি করা যাবে না।
এর আগে আজ দুপুরে রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামিম এর ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালায় র্যাব। এ সময় জি কে শামীম এর ৬ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়। এছাড়া বসায়িক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র ও বিদেশি মদ জব্দ করা হয়।
তবে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দাবি করেছেন শামীম যুবলীগের কেউ নয়। শামীমকে গ্রেপ্তারের পর তিনি গণমাধ্যমকে জানান, তার (শামীম) সঙ্গে যুবলীগের কোনো সম্পর্ক নেই। তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি বলে শুনেছি।
তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান,‘জি কে শামিম তার কমিটির কেউ নন। আমরা প্রথমে গণমাধ্যমের বরাতে জানতে পারলাম সে যুবদল থেকে এখন যুবলীগের নেতা। এরপর দেখলাম যুবলীগের নেতারা বলছেন সে যুবলীগের নয় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি! আমাদের পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এ নামে আমাদের কমিটিতে কেউ নেই।’