প্রবাসীরা আমাদের অর্থনৈতিক চাকা সচল করছেন বালাগঞ্জে সংবর্ধনা সভায় মোস্তাকুর রহমান
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৫ ২০২০, ২০:৩৮
বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর বলেছেন, প্রবাসীরা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করেছেন।
তারা আমাদেরকে অর্থনৈতিক ভাবে অনেকটা মুক্তি দিয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের প্রবৃদ্ধির হার বাড়াতে সাহায্য করছে। তারা আমাদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
শনিবার ২৫ জানুয়ারি বিকেলে বালাগঞ্জ সদরস্থ লতিফা কমিউনিটি সেন্টারে বালাগঞ্জ উপজেলার ছাত্র ও যুবসমাজের আয়োজনে প্রবাসী যুবলীগ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুরের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবরার আহমদ চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধিত অথিতি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য বেলফাস্ট যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন রিপন, ইস্ট লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, যুক্তরাজ্য যুবলীগের অর্থ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেদ্দা যুবলীগের সহ সভাপতি রেজাউল করিম রিপন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বোয়ালজুড় ইউপি সদস্য মজনু মিয়া, যুবলীগ নেতা মির্জা রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইয়াওর আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হারুনুর রশীদ জায়েদ, যুবলীগ নেতা ফয়সল আহমদ মিয়া, আওয়ামীলীগ নেতা হান্নান মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমান বেলাল, ছাত্রলীগ নেতা মনির হোসেন মনি, বিভাস চক্রবর্তী রণি, অর্জুন দাস, জুবেল আহমদ প্রমুখ।
এছাড়াও বালাগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।