যুবদল কর্মী শাওনকে বেআইনি অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে: ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৩ ২০২২, ১৫:৩৫

ফাইল ফটো

নারায়নগঞ্জে যুবদল কর্মী শাওনকে যে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে, তা বেআইনি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নারায়নগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে গুলি করার পরিবেশ সৃষ্টি হয়নি। তবুও আন্তর্জাতিক আইন অমান্য করে গুলি চালিয়েছিল পুলিশ। শাওনকে বেআইনি অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাধারণ মানুষ আন্দোলন করছে। সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে সরকার। আগের মতো সরকার নিজেই ঘটনা ঘটিয়ে বিএনপিকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণ জেগে উঠেছে, আন্দোলন দমানো যাবে না।

সভায় বিএনপি নেতারা বলেন, মৃত্যু বরণ করলেও রাজপথ ছাড়বো না। এবারের লড়াইয়ে জয় নিশ্চিত করে অবৈধ সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার আদায় করা হবে।