যুদ্ধে জয়ের পথে ইউক্রেন: জেলেনস্কি
একুশে জার্নাল ডটকম
মার্চ ১২ ২০২২, ০০:০৯
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন এখন জয়ের পথে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডিন্ট ভলদিমিরি জেলেনস্কি। শুক্রবার (১১ মার্চ) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
জেলেনস্কি বলেন, আমাদের ইউক্রেরেন ভূমি স্বাধীন হতে কতদিন সময় লাগবে তা বলা সম্ভব নয়। তবে এটা বলা সম্ভব যে, আমরা তা পারব। আমরা একটা টার্নিং পয়েন্টে পৌঁছে গেছি। আমরা জয়ের পথে আছি।
রাশিয়া ভাড়াটে সৈন্যদের বিষয়ে তিনি বলেন, রাশিয়া সিরিয়ার ভাড়াটে সৈন্যদের ব্যবহারের চেষ্টা করছে। এই ভাড়াটে সৈন্যদের কেবল হত্যা করার জন্য তৈরি করা হয়েছে।
এ সময় রাশিয়াকে ভয়াবহ এই যুদ্ধের জন্য মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন জেলেলস্কি। এর আগে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে লড়তে এবার বিদেশি ভাড়াটে যোদ্ধা আনার পক্ষে মত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াইয়ে প্রস্তুত আছে।