যুক্তরাষ্ট্রে হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হামলাকারীর বোনও
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৫ ২০১৯, ১৪:২৮
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যের ডেটনে গুলি বর্ষণে যেই ৯ জন মারা গেছেন তাদের মধ্যে বন্দুকধারীর নিজের ২২ বছর বয়সী বোন মেগান বেটসও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, প্রথম যে কয়েকজনের গায়ে গুলি লাগে, তিনি ছিলেন তাদের মধ্যে একজন।
৩০ সেকেন্ডেরও কম সময় স্থায়ী গুলি বর্ষণের পর পুলিশ কর্মকর্তারা হামলাকারী ২৪ বছর বয়সী কনর বেটসকে ধরাশায়ী করে। বন্দুকধারী বেটস যখন জনাকীর্ণ একটি বারে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন পুলিশ তাকে গুলি করে।
ডেটনের পুলিশ প্রধান রিচার্ড বিয়েল বলেন, বেটস যদি বারের দরজা দিয়ে ঢুকতে পারতেন, তাহলে ‘ব্যাপক’ প্রাণহানি হতে পারতো। বেটসের গায়ে বর্ম ছিল এবং তার হাতের .২২৩ ক্যালিবারের অ্যাসল্ট রাইফেলের জন্য অতিরিক্ত গুলিও ছিল।
বর্ণ বা জাতিবিদ্বেষ এই হামলার কারণ হতে পারে কি-না – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার পেছনে যে এ রকম ‘পক্ষপাতী উদ্দেশ্য’ রয়েছে – তা আসলে বলার মত না।
সূত্র: বিবিসি



