যুক্তরাষ্ট্রে শপিং মলে সন্ত্রাসী হামলা নিহত ২০
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৪ ২০১৯, ১৪:১৮
যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিং মলে সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ২০ নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে অঙ্গরাজ্যের এল পাসোয় এ দুঘর্টনা ঘটে। টুইট বার্তায় পুলিশ জানায়, সেখানকার ওয়ালমার্ট সুপার শপে হামলা চালিয়েছে একাধিক বন্দুকধারী। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকা দিয়ে জনসাধারণকে চলাচল করতে নিষেধ করেছে পুলিশ।