যুক্তরাষ্ট্রে মৃত্যুর রেকর্ড, একদিনেই সাড়ে ৪ হাজার
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৭ ২০২০, ১৬:২৭

মহামারি করোনাতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। একদিনের মৃত্যুতে আবার রেকর্ড করলো দেশটি। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ৪৪৯১ জন। মহামারিতে এত বড় মৃত্যুর মিছিল আগে কখনই দেখেনি বিশ্ব। শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ করেছে।
এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৩২ হাজার ৯১৭ জন। এত পরিমান আক্রান্ত ও মৃত কোনো দেশেই হয়নি এই পর্যন্ত।
এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ২৫৬৯ জন। মাত্র ২ দিনের ব্যবধানে তা এসে দাড়ালো প্রায় দ্বিগুনে।
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ২১ লাখ। বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ।