যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মনজুরুল হক’র উদ্যোগে ওসমানীনগরে ১৩০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
একুশে জার্নাল
মে ২১ ২০২০, ০০:২৭

যুক্তরাজ্য প্রবাসী হার্টস্ এন্ড এসেক্স মসজিদের ইমাম, ফাতেমা তুজ যাহরা মহিলা মাদ্রাসার মূয়ীনে মুহতামিম, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম নেতা জনাব হাফিজ মঞ্জুরুল হক এর উদ্যোগে নিজ এলাকা ওসমানী নগরের বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপড়া, পূর্বতিলাপাড়া, উত্তরতিলাপাড়া, হাজীপুর ও আনওয়ারপুর গ্রামে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের পরিবার সহ এলাকায় যারা নিজেদের ব্যক্তিত্ব বা ভিন্ন কারনে ত্রানের জন্য লাইনে দাঁড়াতে পারছেন না এরকম ১৩০টি পরিবারের মধ্যে করোনা সংকঠের এই সময়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২০শে মে ২০২০ইং বুধবার অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাতেমা তুজ যাহরা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সামাদ,
নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল মুক্তাদির, শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম, মুক্তারপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা এমরান আহমদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব নজরুল ইসলাম, সামছুল হক, আজিজুল হক, হাফিজ মনছুরুল হাসান, হাফিজ জয়নাল আবদীন প্রমুখ।
নগদ অর্থ বিতরণ এর মূল উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মঞ্জুরুল হক বলেন এই দুর্যোগময় মুহুর্তে এলাকার মানুষের জন্য কিছু সহায়তা করতে পারায় মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করছি এবং এই মছিবত থেকে উত্তোরনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আল্লাহপাক আমাদেরকে এই প্রাণঘাতী মহামারী থেকে হেফাজত করুন।