যুক্তরাজ্য প্রবাসী তরুণ আলেম হাফিজ মাওলানা আদিল রশীদ হুমায়ূনের ইন্তেকাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১২ ২০১৯, ২২:০৫

সিলেটের জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার সাবেক ছাত্র,কোম্পানীগঞ্জের দলইরগাও মাঝপাড়া গ্রামের শিক্ষক ইসকন্দর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আদিল রশীদ হুমায়ূন আর নেই ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গতকাল ১১ অক্টোবর শুক্রবার বার্মিংহামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার আপন চাচাতো ভাই ছিলেন কোম্পানীগঞ্জের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস মাওলানা আব্দুল মান্নান (রহ.)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি ও দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে এর জয়েন্ট সেক্রেটারি মুফতী ছালেহ আহমদ।শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।