যাত্রীদের থেকে টাকা নেয়া, অতঃপর ভুয়া টিটি আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৫ ২০২০, ১৪:৪৬

কাজী রিফাত জাহান, চট্টগ্রাম প্রতিনিধি:

সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় জাহাঙ্গীর আলম নামে এক ভুয়া টিটিকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার সকালে তাকে রেলওয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, ট্রেনে টিটিদের পোশাক পরে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছিল জাহাঙ্গীর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।