যাত্রাবাড়ী মাদরাসায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনকে গার্ড অব অনার
একুশে জার্নাল
জানুয়ারি ১৯ ২০১৯, ১৪:০৭

মাহমুদ আবদুল্লাহ:
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ী মাদরাসায় জানাজা শেষে গার্ড অব অনারের মাধ্যমে সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ ১৯ জানুয়ারি আসরের নামাযের পর ৪.৫০ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন বার্ধক্য জনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ১৯ জানুয়ারি ভোরে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন একজন সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান সাহেবের জামাতা, যাত্রাবাড়ী মাদরাসায় সহকারি শিক্ষাসচিব মাও. মোফাজ্জল হোসেন সাহেবের ইমামতিতে নামাযে জানাজায় মাদরাসার প্রায় ৫ হাজার ছাত্র-শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনকে গার্ড অব অনার দেওয়ার পর সৈনিক ও স্বজনেরা তাকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় সামাজিক কবরস্থানে দাফন করেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন দেশের জন্য যুদ্ধ করেছেন, তাই তার অবদান রাষ্ট্র শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।