যশোরে আরো ১২ জন করোনায় আক্রান্ত
একুশে জার্নাল ডটকম
মে ১৬ ২০২০, ২২:৪৫
জেলা প্রতিনিধি যশোর
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে যশোরে নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ জন। যাদের মধ্যে ইতোমধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন।
শনিবার (১৬ মে) সকালে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুক্রবার (১৫) রাতে ১১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।