যতদিন দেশে নারী নেতৃত্ব থাকবে ততদিন আল্লাহর রহমত আসবে না: কাদের সিদ্দিকী
একুশে জার্নাল
নভেম্বর ০২ ২০১৮, ০৪:৩৫
যতদিন দেশে নারী নেতৃত্ব থাকবে ততদিন আল্লাহর রহমত আসবে না বলে মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, যতদিন পর্যন্ত এ দেশে পুরুষের শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত এ দেশে আসতে পারেনা। আপনাদের মধ্যে থেকে একজন যদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসে তাহলে বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার, যুলুম, নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ সমস্ত অপরাধ দূর করা সম্ভব হবে।
তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর ও হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় ছেলে মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এসব কথ বলেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালচনা করে বলেন, ‘তিনি নাকি মদীনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন, আসলে তিনি তো মদীনা সনদ কি, তাতে কি লেখা আছে তাই জানেন না’।
মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ রহ. এর প্রসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আহমাদুল্লাহ আশরাফের মধ্যে কোন ঈমানী দুর্বলতা ছিল না। তিনি আজীবন সমাজ ও রাষ্ট্রে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করেছেন।
আলোচনা সভায় খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে এবং মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মুফতি সুলতান মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা মুহাম্মাদ ঈসা শাহেদী, জমিয়তে ওলামা ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক পেশ ইমাম মাওলানা রফিক আহমাদ, ইফার সাবেক পরিচালক অধ্যাপক হাসান আব্দুল কাইয়ূম, প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আলহাজ কাজী আবুল খায়ের, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ্ব আনিসুর রহমান জিন্নাহ, মৌলভী আব্দুর রকিব, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মুফতী ফখরুল ইসলাম, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা মাহবুবুর রহমান, যুব নেতা মাওলানা ক্বারী সিদ্দিকুর রহমান ও মাওলানা আল-আমীন প্রমূখ।