ময়মনসিংহে শিকড়ের ৭ দিনব্যাপী লেখালেখি কর্মশালা শুরু ১৭ এপ্রিল
একুশে জার্নাল
এপ্রিল ১৬ ২০১৯, ২০:২৬

আবির আবরার:
ময়মনসিংহের সাহিত্য বিষয়ক সংগঠন শিকড় সাহিত্য মাহফিলের আয়োজনে আাগামী ১৭ই এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে “৭দিন ব্যাপী লেখালেখি কর্মশালা ২০১৯” ৷ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত ৷
ময়মনসিংহের জামতলা মোড়স্থ মারকাযুল বয়ান লিল আরাবিয়ায় কোর্সটির আয়োজন করা হয়েছে বলে আয়োজকের বিজ্ঞপ্তি মারফত জানা গেছে ৷
কোর্সটিতে বাংলা বানান, ছোটগল্পের শরীর, কবিতার শরীর ও ছন্দ, আবৃত্তি উপস্থাপনা, সাক্ষাৎকার, অনুলিখন, লেখকের প্রযুক্তি জ্ঞান, লেখালেখিতে বিদেশী ভাষা, অনুবাদ সাহিত্য, লেখকের স্বাস্থ সচেতনতা, মুদ্রণ শিল্প, ভ্রমণ সাহিত্য, লেখালেখি কীভাবে শুরু করব? কীভাবে ভাল লেখক হব? লেখকের দাওয়া চেতনা, চিরায়িত বাংলা সাহিত্য, গণমাধ্যম: বর্তমান ও আমাদের দায় ইত্যাদি বিষয়ে মাওলানা শরীফ মুহাম্মাদ, ড. শামসুল হক সিদ্দিক, ড. মুফতী গোলাম রাব্বানী, ডা. আব্দুল বারী, প্রফেসর মুস্তাগিছ বিল্লাহ, আমীর ইবনে আহমাদ, মাহবুবুল আলম মাসুদ, আলী হাসান তৈয়ব, মাহমুদ বাবু, কবি সাইফ সিরাজ, মাহমুূদুল হাসান জুনাইদ, মাহমুদুল হক সিদ্দিক, জাকির উসমান, ওয়ালিউল ইসলাম প্রমুখ ক্লাস গ্রহণ করবেন।
কোর্স ফি হিসেবে আবাসিক থাকতে ইচ্ছুকদের জন্য ১২০০ টাকা আর অনাবাসিকদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে ৷
কোর্সটির তত্তাবধানে আছেন মাওলানা লাবীব আব্দুল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসান জুনায়েদ ৷
কোর্সটির সমন্বয়ক হিসেবে থাকছেন মুজীব রাহমান
ও আব্দুল্লাহ মারুফ ৷