ময়মনসিংহে বুধবার অনুষ্ঠিত হচ্ছে “গণমাধ্যম সচেতনতা মজলিস”
একুশে জার্নাল
আগস্ট ০৬ ২০১৯, ২৩:৩১
ইলিয়াস সারোয়ার: ময়মনসিংহে বুধবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গণমাধ্যম সচেতনতা মজলিস”৷ ময়মনসিংহের গোহাইলকান্দি সংলগ্ন জামতলাস্থ মারকাযুল বায়ান লিল আরাবিয়্যাহ প্রাঙ্গনে উক্ত মজলিস অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ৷
এতে আলোচনা করবেন ইসলাম টাইমস সম্পাদক, বিশিষ্ট লেখক ও সুবক্তা মাওলানা শরীফ মুহাম্মদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও চিন্তক মাওলানা লাবীব আব্দুল্লাহ ৷
অনুষ্ঠানটি আয়োজন করেছে ইনস্টিটিউট আব জার্নালিজম এ্যান্ড দাওয়াহ বাংলাদেশ ও শিকড় সাহিত্য মাহফিল ৷
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ ৷ যাতায়াতসহ যে কোন প্রয়োজনে
01918573928 নম্বরে ফোন করতে আহ্বান জানিয়েছেন তারা ৷


