ময়মনসিংহে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
একুশে জার্নাল
মে ০৬ ২০১৮, ১৩:৪৩
মাহমুদুল্লাহ মুহিব :আজ রবিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুজন খাঁ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সুজন গফরগাঁও সরকারি কলেজের ২য় র্বষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামের মানিক খার ছেলে গফরগাঁও সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র সুজন পাশ্ববর্তী ষোলহাসিয়া এলাকার হারুন কাজীর কাছ থেকে ২টি সুপারি গাছ কিনে।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাছ দুটি কাটতে কাটতে যায়। এসময় অসাবধানতা বসত গাছটি বৈদ্যুতিক লাইনের উপর আছড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে সুজনের মৃত্যু হয়।