ময়মনসিংহে ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৬ ২০১৮, ০৯:৩২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আজ সকালে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চামটা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার তপন হোসেন (২৭) ও শরীফ আহম্মেদ (১৪)।

ওসি কামরুল বলেন, মোটরসাইকেলটি নান্দাইল থেকে ময়মনসিংহ যাচ্ছিল। চামটা এলাকায় পেছন থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশ দিলেও এর চালককে ধরতে পারেনি।

নিহতদের লাশ থানায় রাখা হয়েছে জানিয়ে ওসি কামরুল বলেন, তাদের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।