ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মর্মান্তিক মৃত্যু
একুশে জার্নাল ডটকম
মে ২৬ ২০২০, ১৬:০১
বিশেষ প্রতিনিধি, নীহার বকুল;
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দক্ষিণ মনিকুড়া গ্রামের জামিনা খাতুন (৪৫) ও সিদ্দিক মিয়া (৬০)।
সোমবার (২৫ মে) বিকেলে দক্ষিণ মনিকুড়া গ্রামে জাহিদুল ইসলাম পাপ্পুর বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আমেনা অন্যের বাড়িতে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বিদ্যুতের খুঁটির সাথে দেওয়া টানা তার বিদ্যুতায়িত হয়ে সেই তারের জন্য সংলগ্ন পানিও বিদ্যুতায়িত হয়ে ছিল। পানিতে পা দেওয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে মারা যান আমেনা।
এ সময় ওই পথেই বাড়িতে যাচ্ছিলেন সিদ্দিক মিয়া। পরে সিদ্দিক মিয়া জামেনাকে পড়ে থাকতে দেখে তুলতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ওসি বলেন, ‘এ ঘটনায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে, কেউ যদি অভিযোগ করে তাহলে লাশ ময়নাতদন্তের পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’