ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাতে এক শিশু নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৯ ২০২০, ১৭:৪৭

নীহার বকুল, বিশেষ প্রতিনিধি;

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের রাউতন বাড়ি গ্রামের নজরুল ইসলামের পারুলীতলা ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী রিফাত ইসলাম আজ দুপুরবেলা নিজ বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় আকর্ষিক বজ্রপাতে মারাত্মক আহত হয়।সাথে সাথে চিকিৎসার্থে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। রিফাতের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।