ম্যাঁক্রোকে বিশ্বের মুসলিমদের কাছে ক্ষমা চাইতে হবে: বাবুনগরী
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৫ ২০২০, ১৭:০১
সীরাত মঞ্জুর, ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা: ফ্রান্সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী ও ইসলাম ধর্মের অবমাননা করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বৃহত্তর ফটিকছড়ি শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকালে ফটিকছড়ি সদর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রায় ১০হাজার মানুষের সমাগমে বিক্ষোভ মিছিল বের হয়।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে ও মুফতী আবু মাকনূন মুহাম্মদ আজিজী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন, আল্লামা মুফতী মাহমুদ হাসান ভুজপুর আল মাহাদুল ইসলামী, আল্লামা কুতুব উদ্দীন নানুপুরী, আল্লামা হাবিবুর রহমান কাশেমী, আল্লমা হারুন আজিজী নদবী, মাওলানা জুনাইদ বিন জালাল ভুজপুরী, মাও আইয়ুব বাবুনগরী, ক্বারী আবু সাঈদ, মাও নিজাম উদ্দিন ভুজপুরী, মাও দিদার, মাও মুফতী খালেদ আমতলী, মাও হাবিবুল্লাহ, মাও নাছির সাহেব, মাও মাহমুদ শাহ ধর্মপুরী, মুফতী রহীমুল্লাহ শাহনগরী, মাও গোলাম রব্বানী ইসলামবাদী, মাও হাবিবুল্লাহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মাও সেলিম দৈলতপুরী, মাও শফী মুনাফকিল,মাও ওসমান, চাড়ালিয়া হাট মাদ্রাসা, মাও জুনাইদ রাঙ্গামাটিয়া মাদ্রাসা, ক্বারী নোমান চাড়ালিয়াহাট, মাও আমির উদ্দীন ,মাও আফাজ উদ্দীন, মাও আইয়ুব আনছারি, মাও আজিজুর রহমান সাহেব, মুফতী মামুন তালিমুদ্দীন, মাও নাছির মুনীরসহ ফটিকছড়ি বিভিন্ন মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও হেফাজতে ইসলাম সমর্থিত ১০হাজার মানুষের সমাগমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমার নবীকে এর আগেও ফ্রান্সে অবমাননা করার ঘটনা ঘটেছে কিন্তু এবার সরকার কর্তৃক এ বেয়াদবি করা হয়েছে। ফ্রান্সের সরকার ম্যাঁক্রোকে বিশ্বের মুসলিমদের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে ফ্রান্সের সব পণ্য বয়কট, ফ্রান্সের সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।
এছাড়া সভায় অন্যান্য বক্তারা ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী ও ইসলাম ধর্মের অবমাননা করার প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সব পণ্য বয়কট ও বিশ্বমুসলিমকে এক হয়ে এর প্রতিবাদ করার আহবান জানান। এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী আসবে বলে জানান হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা।