মৌলভীবাজার ৩ আসনে মাওলানা লুৎফুর কামালীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
একুশে জার্নাল
নভেম্বর ০৮ ২০১৮, ২২:৩২
নিজস্ব রিপোর্টার: মৌলভীবাজার (সদর ও রাজনগর)-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় বনফুল কমিউনিটি সেন্টোরে ৭ নভেম্বর দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমী এর সভাপতিত্বে ও মাওলানা ফজলুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রার্থিতা ঘোষনা করেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনসারী।
বক্তব্য রাখেন,দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম,সহ -সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হাবিবুর রহমান শামীম,মাওলানা আব্দুল হাই, বি-বাড়ীয়া শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান,মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের মনোনিত প্রার্থী ও জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী,সহ-সাংগঠনিক সম্পাদক রহমত আলী,ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সাকি,মাওঃ লুকমান আহমদ,শাহজালাল ইসলামী যুব সংঘের সভাপতি মোঃ লিয়াকত আলী, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান হেলাল, মাওলানা ওয়াজেদ আলী, হুসাইন আউয়াল, নূরুল হুদা আতিকুর রহমান নোমান, রহমত আলী, মাওলানা আব্দুল্লাহ মামুন ও মাওলানা জুনায়েদ আলী প্রমুখ।
নেতৃবৃন্দ সন্ত্রাস ও দুর্নীতি ইনসাফ পূর্ন আদর্শ সমাজ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের রিক্সা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।