মৌলভীবাজার রাজনগরে দুই কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
একুশে জার্নাল
জুলাই ২৪ ২০১৮, ০৯:২৬
মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর থানার ওসি শ্যামল বনিক জানান, দেবরবন্দ গ্রামে সোমবার বিকালে তাদের লাশ পাওয়া যায়।
এরা হলেন উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রামের মৃত হিরেন্দ্র বিশ্বাসের মেয়ে রুপনা বিশ্বাস (১৪) ও একই বাড়ির সুনীল বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস (১৬)।
রুপনা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী এবং মনিকা ২০১৭ সালে দশম শ্রেণিতে পড়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলা ১১টার দিকে এ দুই কিশোরীর মায়েরা বিদুৎ বিল দিতে রাজনগর সদরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মনিকার ছোট বোন দশম শ্রেণির ছাত্রী কনিকা বিশ্বাস পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখেন।
“পরে তিনি গরু ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দুজনকে রশি ও ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে সবাইকে ডাকেন।”
ওসি জানান, তার চিৎকারে বাড়ির লোকজন এসে রশি ও ওড়না কেটে তাদের নামিয়ে আনে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
“প্রাথমিক পর্যবেক্ষণে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও রাজনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।